বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ট্রফি উন্মোচন

Rabiul Islam
০৫ জুলাই ২০২৩

আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ-আফগানিস্তান। দেশটির বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের পর ওয়ানডেতে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তামিমরা। এর আগ গতকাল মঙ্গলবার সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদির উপস্থিতিতে এ ট্রফি উন্মোচন করা হয়।

 

আজ দুপুর দুইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এছাড়া ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।

 

ওয়ানডে সিরিজের পর সিলেটে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে দুই দলে স্কোয়াড।

 

বাংলাদেশের ওয়ানডে দল :

তামিম  ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।

 

আফগানিস্তান ওয়ানডে দল :

হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, ইব্রাহিম জাদরান, রিয়াহ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, জিয়া উর রহমান ওয়াদফার নোমান্দ, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ, রশিদ খান, আব্দুল রহমান, শহিদুল্লাহ।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর