প্রায় দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।
এতো সময় ধরে চলা যুদ্ধের কারণে দেশটির অনেক আর্থিক ও সামরিক ক্ষতি হচ্ছে। এ নিয়ে দেশটির
নাগরিকদের মধ্যে বিরূপ প্রতিক্রীয়া দেখা দিয়েছে। তবে সে কথা উড়িয়ে দিয়েছেন রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, তার দেশের নাগরিকরা যেকোনো সময়ের তুলনায়
এখন সর্বোচ্চ ঐক্যবদ্ধ।
মঙ্গলবার সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (এসসিও) এর সম্মেলনে তিনি এসব
কথা বলেন। খবর আল-জাজিরার।
আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাড়াটে ওয়াগনার গ্রুপ শীর্ষ রুশ সেনা
নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করার পর প্রথম এ প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।
এ সম্মেলনে উপস্থিত আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি।
আরআই