পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩

পঞ্চগড়ে ভারতীয় সীমান্ত  রক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে আহত যুবক সুজন আলী (২৭) মারা গেছে। মঙ্গলবার ( জুলাই) রাতে রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

সুজন তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। সোমবার রাতে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিএসএফের গুলি লাগে তার।

জানা যায়, সুজনসহ স্থানীয় কয়েকজন চোরাই পথে ভারতীয় গরু আনার জন্য সুকানী বিওপির বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।এ সময় ভারতীয় মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্য তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত সুজনকে সেখান থেকে নিয়ে রংপুরের ওই প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো.আবু সাঈদ চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিভাবে আর কার গুলিতে মারা গেছে, সেটা নিশ্চিত হতে বিজিবি খোঁজ খবর নিচ্ছে।

 

বিডি/সম্রাট/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর