চাকরি সংক্রান্ত অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত শুরু

পঞ্চগড় প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩

পঞ্চগড়ের বোদা উপজেলার বলরাম হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরী পদে চাকরি সংক্রান্ত অবৈধ আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বোদা থানা পুলিশ বুধবার ( জুলাই) তদন্ত করতে সরেজমিননে ঘটনাস্থল পরিদর্শন করেছে, সেই সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে।

এর আগে গত ১৫ জুন আর্থিক লেনেদেনের বিষয়ে প্রতিকার চেয়ে বোদা থানায় লিখিত অভিযোগ  দেন একই এলাকার আব্দুল কাদের (দুলাল)

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিতাই চন্দ্র রায়, সভাপতি আব্দুল হান্নান,সহকারী শিক্ষক আহসান হাবীব,ম্যানেজিং কমিটির সদস্য তৈয়বর রহমান মিলে প্রায় সাড়ে ৯ লাখ টাকা নিয়েছেন ভুক্তভোগী দুলালের কাছে থেকে। দুলালের ছেলেকে নৈশ্য প্রহরী পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্তরা এ টাকা নেন। টাকা নিলেও নিয়োগদানের ব্যাপারে দীর্ঘদিন ধরে টালবাহানা করছেন অভিযুক্তরা। এক পর্যায়ে টাকা ফেরত চাইলে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করাসহ অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দেয় ভুক্তভোগীকে।

প্রধান শিক্ষক নিতাই চন্দ্র রায় জানান, ওই লোকের কাছে কোনো অর্থ নেওয়া হয়নি। কারন নৈশ প্রহরী প্রতিষ্ঠানে আগে থেকে আছে। অফিস সহায়ক পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কারো প্ররোচনায় অভিযোগ করা হয়েছে।

বিডি/সম্রাট/সি/এমকে


মন্তব্য
জেলার খবর