ফের ঊর্ধ্বমূখী কাঁচা মরিচের দর

বাংলাদেশ২৪ অনলাইন ডেস্ক
০৫ জুলাই ২০২৩

কাঁচা মরিচ- ফাইল ছবি

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারো বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দর।  মঙ্গলবার ৬০ টাকায় নেমে এলেও বুধবার আবার ১০০ বা তার বেশি দরে বিক্রি হয়েছে এক পোয়া কাঁচা মরিচ। এতে ভোক্তাদের মধ্যে আবারো অসন্তোষ দেখা যাচ্ছে।

ভারত থেকে আমদানির পর দেশের বাজারে দাম কমে কাঁচা মরিচের। ৬০০ টাকা দরের প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ২৪০-৩০০ টাকার মধ্যে। কিন্তু বুধবার ( জুলাই) বিভিন্ন বাজারে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে ৩৫০ থেকে ৪০০ টাকায়।

 

রাজধানী ঢাকায় ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের তথ্যমতে, কাঁচা মরিচের দাম আবার বেড়ে গেছে। বুধবার ২৫০ গ্রাম মরিচ বিক্রি করা হয়েছে ১২৫ টাকায়। মঙ্গলবার  এ দর ছিল ৮০ থেকে ৯০ টাকার মধ্যে। তাদের কথায়, আড়তে দাম বেশি। কেনা বেশি দামে। তাই বিক্রিও করতে হয় বেশি দামে। প্রতিদিন - কেজি করে কেনা হয়, সেটাই বিক্রি করা হয়।

কাঁচাবাজারের মরিচ বিক্রেতারা জানিয়েছেন, বুধবার ৪০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। মঙ্গলবার দর ছিল ২৪০ থেকে ২৫০ টাকায়। আড়তে বাড়তি দামের লোভে কম পরিমাণে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। আড়ত থেকে চাহিদামতো মরিচ পাওয়া যাচ্ছে না।

ভোক্তারা বলছেন, ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। আজকে একদাম তো কালকে আরেক দাম। দশ-বিশ টাকা মূল্য বৃদ্ধি হয় না, দাম বাড়ে দ্বিগুণ।

 

বিডি/ই/এমকে

 

 

 

 


মন্তব্য
জেলার খবর