সিইসি কাজী হাবিবুল আউয়াল- ফাইল ছবি
জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, এ নিয়ে অবশ্যই কথা বলবো, সেটা আইন পাস হওয়ার পরে।
বুধবার (৫ জুলাই) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আরপিওটি আইন হওয়ার পরে এ নিয়ে কথা বলা সমীচিন হবে বলেও মনে করছেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, সংসদে বিলটা পাস হয়েছে। অপেক্ষা করছি আইন হওয়ার জন্য। বিল এবং আইন এক বিষয় নয়। পাস হওয়া বিলে রাষ্ট্রপতি সম্মতি প্রদান করলে তবেই আইন আকারে গেজেট হবে। তখন বিস্তারিত ব্যাখা করে ইসির অবস্থানটা জানাবো।
প্রসঙ্গত, ভোট বন্ধ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের ক্ষমতার সীমারেখা টেনে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলটিতে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে- এটা বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) সদস্যরা বললেও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, বিলটিতে ইসি ক্ষমতা খর্ব করা হয়নি।
বিডি/এন/এমকে