মন্তব্য
দেশের মানুষ এক দমবন্ধ কর পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, দেশ এখন নারকীয় সন্ত্রাসের বৃত্তের মধ্যে আবদ্ধ।
বুধবার (০৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, রক্তাক্ত হানাহানিকেই দলীয় ইশতেহারে পরিণত করেছে আওয়ামী লীগ।
কক্সবাজার জেলার উখিয়ায় হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্ম জ্যোতি ভিক্ষুর ওপর ছুরিকাঘাতের ঘটনায় এ বিবৃতি দেওয়া হয়েছে। ছুরিকাঘাতের এ ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।
জনগণের সমর্থহীন বর্তমান সরকারের টিকে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে সহিংস সন্ত্রাস। জনসমাজে আতঙ্ক সৃষ্টি করে ভয়ের পরিবেশ বজায় রাখা। প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। রক্ত ঝরছে দেশের বিভিন্ন অঞ্চলে। এ সরকারের আমলে কোনো বাংলাদেশির সহায়-সম্পত্তি, জান-মাল নিরাপদ নয়, বলেন মির্জা ফখরুল।
বিডি/আর/এমকে