বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৩

নিম্নাঞ্চলে ঢুকছে বর্ষার পানি- ফাইল ছবি

ব্রহ্মপুত্র-যমুনা-পদ্মার সঙ্গে যুক্ত নদ-নদীগুলোর পানি বাড়ছে। এ বৃদ্ধি  ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে পানি বাড়তে থাকায় এসব নদী সংশ্লিষ্ট দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিতে পারে। পানি বৃদ্ধির কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র।

প্রাপ্ত তথ্য বলছে, কয়েক দিন আগে শুরু হওয়া সোমেশ্বরী নদীর পানির সঙ্গে নতুন করে বাড়ছে খোয়াই ধলাইর পানি। এতে  লালমনিরহাট নীলফামারীর কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে পারে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের অন্য নদীগুলোর পানি কমছে। এ ধারা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি এবং দেরাই স্টেশনের পুরাতন সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে।

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। কেন্দ্রটির পানি  পর্যবেক্ষণ স্টেশনেরমধ্যে পানি বেড়েছে ৭২টিতে, কমেছে ৩৫টিতে আর অপরিবর্তিত আছে দুটিতে। বিপদসীমার ওপরে উঠেছে দুটি স্টেশনের পানি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর