মন্তব্য
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট এক স্কুলশিক্ষককে বিয়ে করেছেন । স্কটের নতুন স্বামী ড্যান জেওয়েট যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি স্কুলে বিজ্ঞানের শিক্ষক।
গিভিং প্লেজ নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে তিনিই প্রথম ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে তার বিয়ের বিষয়টি প্রকাশ করেন। ম্যাকেঞ্জির স্বামী জেওয়েট সেখানে লিখেছেন, ‘আমার দেখা অন্যতম মহৎ ও দয়ালু একজন মানুষকে আমি বিয়ে করেছি এবং অন্য মানুষের জন্য নিজের বিপুল পরিমাণ সম্পদ দান করার তার যে প্রতিশ্রুতি, সেই কাজেও যোগ দিয়েছি আমি।’
সাবেক স্ত্রীর বিয়ের খবর শোনার পর তাকে অভিনন্দন জানিয়েছেন জেফ বেজোস। বিবৃতি দিয়ে তিনি বলেছেন, ‘ড্যান খুবই দারুণ একজন মানুষ এবং আমি তাদের দুজনের জন্যই খুশি ও উচ্ছ্বসিত।’
বিবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল