দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে হঠাৎই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন তামিম। তামিমের
এমন সংবাদ সম্মেলনের ডাকে আঁচ করা যাচ্ছিল বড়সড় কিছু একটা হতে যাচ্ছে। শেষ পর্যন্ত
তাইই হলো।
বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে নিজের অবসরের ঘোষণা দিলেন তামিম।
নিজের অবসরের কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। আফগানিস্তানের বিপক্ষে গতকালের
খেলা ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল।
অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই
আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এ মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।
সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও
বলেছি এটা নিয়ে। মনে হয়েছে এটাই আমার সেরা সময়, অবসর নেওয়ার।’
পরিবার ও ভক্ত-সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘আমি আমার পরিবারের
সদস্যদে সাথে কথা বলছি। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আমার বাবাকে ধন্যবাদ জানাই। সেই
সাথে আমার সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানাই।
২০২২ সালের ১৬ জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে টি-টোয়েন্টি থেকে
সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর থেকে শুধুমাত্র দেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে দেখা
যায় তাকে। এবারও হঠাৎ করেই সরে দাঁড়ালেন বাকি দুই ফরম্যাট থেকে।
২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে
নাম লেখান তামিম। মাঝে কেটে গেছে ১৬ বছর। এর মধ্যে ওয়ানডেতে খেলেছেন ২৪১টি ম্যাচ। ৩৬.৬২
গড়ে রান করেছেন ৮ হাজার ৩১৩। পাশাপাশি টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ১৩৪
রান। আর ৭৮টি টি-টোয়েন্টি খেলে ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করে গত বছর অবসর নেন।
আরআই