সাংবাদিকদের কাছে তামিমের অনুরোধ

Rabiul Islam
০৬ জুলাই ২০২৩

দরজায় কড়া নাড়ছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। স্বপ্নও ছিল বিশ্বকাপ খেলার। কিন্তু হঠাৎই দল থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। দেশসেরা এ ওপেনারকে দেশের পক্ষে আন্তর্জাতিক কোনো ম্যাচে আর দেখা যাবে না। বৃহস্পতিবার হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে নিজের অবসরের কথা জানান তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন তামিম।

 

অবসরের কথা জানানোর সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তামিম বলেন, `গণমাধ্যমে কাছে আমার একটাই অনুরোধ, যারা সামনে ক্রিকেট খেলবে, আপনারা তাদের কথা ভালো-খারাপ যাই লিখবেন, সেটা যাতে শুধুমাত্র ক্রিকেটে সীমাবদ্ধ থাকে। আপনারা ক্রিকেটের বাইরের সীমা অতিক্রম করবেন না। ক্রিকেটাররা ভালো খেললে আপনারা প্রশংসা করবেন। আর খারাপ খেললে সমালোচনা করবেন, এটা খুবই স্বাভাবিক।

 

তামিম আরও যোগ করেন, ‘মাঝেমধ্যে আমরা অনেকেই সেই সীমা অতিক্রম করে যাই। যারা এখন ক্রিকেট খেলছে, বিশেষ করে যারা বিশ্বকাপ খেলবে, আমি আশাকরি আপনারা নিজেদের দলের একজন সদস্য মনে করে তাদের পাশেই থাকবেন। এটাই খুব গুরুত্বপূর্ণ।

 

অবসরের ঘোষণা তামিম আরও বলেন, ‘আমি সবসময় একটা কথা বলেছি, আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য ক্রিকেট খেলেছি। আমি তাকে গত ১৬ বছরের ক্যারিয়ারে যতটুকু গর্বিত করতে পেরেছি। তাতে আমি খুশি। নিজের শৈশবের কোচকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আন্তজার্তিক ক্রিকেট ছাড়া আমার জন্য সহজ কোনো সিদ্ধান্ত ছিল না।

 

আরআই


মন্তব্য
জেলার খবর