মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া
আহত হয়েছেন আরো ১৯ জন। একটি বাস রাস্তা থেকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে একটি বাস রাস্তা
থেকে ছিটকে গিয়ে গিরিখাদে পড়ে যায়। এতে ২৯ জন নিহত হয়েছেন।
ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে মৃতের
সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী
এবং একটি ছেলে শিশু রয়েছে।
এ সড়ক দুর্ঘটনায় ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে রাষ্ট্রপক্ষের
আইনজীবী বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা আহতের সংখ্যা ১৯ বলে জানিয়েছেন।
আরআই