অর্থমন্ত্রী
বর্ষাকালে দাম বৃদ্ধির ভয়ে অনেকেই বেশি পরিমাণে কিনে রাখায় কাঁচামরিচের দাম বেড়ে গেছে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার মতে- মূল্যস্ফীতি বাড়েনি, বর্তমানে মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) জাইকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
বর্ষা এলেই দাম বেড়ে যায় কাঁচামরিচের। দাম বাড়ার ভয়ে অনেকেই বেশি পরিমাণে কাঁচামরিচ কিনে রাখেন। এ জন্য দর বেড়ে গেছে। কাঁচা মরিচের দাম বৃদ্ধি প্রসঙ্গে বলেন অর্থমন্ত্রী।
মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, সরকার ক্ষমতায় আসার সময় মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশ। এখন এর চেয়ে কম আছে। তিনি জানান, শুধু টাকার অঙ্কে বিচার করলে হবে না। বিবেচনা করতে হবে সামাজিক সুরক্ষাও। সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ২৬ হাজার পরিবারকে ভাতা দেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।
শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ কষ্ট রয়েছে। দুনিয়ার চিন্তা করলে এ দেশের মানুষ খুব ভালো অবস্থানে আছে বলে দাবি করেন অর্থমন্ত্রী।
বিডি/ই/এমকে