null
সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অ্যাকোয়াস্টিক ডপলার কারেন্ট প্রোফাইলার (এডিসিপি) যন্ত্র সংগ্রহ করেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। টেকনাফ থেকে চট্টগ্রাম সমুদ্র এলাকার স্রোত ও ঢেউ নিয়ে গবেষণা কার্যক্রম ম্যাপিং করা হচ্ছে।
জাতীয় সংসদের চলমান অধিবেশনে বুধবার (৫ জুলাই) প্রশ্নোত্তরে বিষয়টি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে উপস্থাপন হয় প্রশ্নোত্তর। এ সংক্রান্ত প্রশ্ন করেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফ।
সংসদ নেতা শেখ হাসিনা জানান, তার সরকার ব্লু ইকোনমির অপার সম্ভাবনা কাজে লাগানোর জন্য নানা পদক্ষেপ নিয়েছে। সামুদ্রিক পরিবেশ নিশ্চিতের জন্য ২০১৮ সাল থেকে সেন্টমার্টিন থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় ৫ হাজার বর্গ কিলোমিটার এলাকার সামুদ্রিক পরিবেশ সংক্রান্ত সব ডাটা নিয়মিত সংগ্রহ করছে ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। সেই সঙ্গে সেন্টমার্টিন থেকে কুতুবদিয়া পর্যন্ত প্রায় ৩ হাজার বর্গ কিলোমিটার উপকূলীয় সমুদ্র এলাকার কার্বন পরিমাপ এবং নাফ মোহনা, রেজু খাল মোহনা ও মহেশখালী চ্যানেলের মোহনা অঞ্চলের ম্যানগ্রোভ এলাকায় কার্বন স্টক পরিমাপ করেছে। সমুদ্রে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নির্ণয়ের জন্য সেন্টমার্টিন থেকে ফেনী পর্যন্ত উপকূলীয় এলাকা এবং সুন্দরবন এলাকা সংশ্লিষ্ট বিষয় স্টাডি করেছে। সেই সঙ্গে এ সংক্রান্ত মানচিত্র তৈরি করছে গবেষণা প্রতিষ্ঠানটি।
বিডি/এন/এমকে