কর্মক্ষেত্রে কোনোদিন বিরক্ত হননি, ৭৪ বছরে ছুটি নেননি একদিনও

০৭ জুলাই ২০২৩

কোনো কর্মই ছোট নয়। ভক্তি ও নিষ্টার সাথে যেকোনো কাজেই সফল হওয়া যায়। একটি ডিপার্টমেন্ট স্টোরে নিষ্টার সাথে কাজ করার দরুণ খবরের শিরোনাম হয়েছেন যুক্তরাষ্টে্রর এক নারী। দীর্ঘ ৭৪ বছরের কর্ম জীবনে একদিনও ছুটি নেননি তিনি। ৯০ বছর বয়সী ওই নারীর নাম মেলবা মেবানে। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

ফক্স নিউজ জানায়, মেলবা গত মাসে ডিলার্ডের ডিপার্টমেন্ট স্টোর থেকে অবসর নিয়েছেন। তার ৭৪ বছরের কর্মজীবনে তিনি কখনো ছুটি নেননি। এমনকি আশ্চর্যজনকভাবে তিনি কখনো অসুস্থতার জন্যও ছুটি নেননি।

 

মেবানে ১৯৪৯ সালে টেক্সাসের টাইলারের মেয়ার অ্যান্ড স্মিদ ডিপার্টমেন্ট স্টোরে 'লিফট গার্ল' হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৬ সালে এটি অধিগ্রহণ করে নেয় ডিলার্ড। প্রতিষ্ঠানের মালিক বদলালেও মেলবা থেকে যান প্রতিষ্ঠানে।

 

ডিলার্ডের স্টোর ম্যানেজার জেমস সায়েঞ্জ তার সম্পর্কে বলেন, তিনি শুধু একজন বিক্রয়কর্মী নন। তিনি একজন মা। তিনি গাইড করেন। তিনি জীবন সম্পর্কে উপদেশ দেন। তিনি বহু গুণের অধিকারী।

 

কর্মস্থলে কখনো বিরক্ত হতেন না উল্লেখ করে মেবানে জানান, সেখানকার সবাইকে ভালোবাসতেন এবং প্রতিদিন কাজে যেতে পছন্দ করতেন। অবসর নেওয়ার পর এখন বিশ্রাম, ভ্রমণ এবং ভালো খাবার খেয়ে দিনযাপন করতে চান তিনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর