মন্তব্য
চলতি দশক শেষ হওয়ার আগে অন্তত ১০ কোটি মেয়ে বাল্যবিয়ের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছে ইউনিসেফ। তবে করোনাভাইরাস মহামারির কারণে আরো এক কোটি শিশুকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে করতে হতে পারে বলেও জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটি।
সোমবার আন্তর্জাতিক নারী দিবসে ইউনিসেফ প্রকাশিত 'কভিড-১৯ : বাল্যবিয়ের বিরুদ্ধে অগ্রগতির জন্য হুমকি' শীর্ষক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সংস্থাটি বলছে, করোনা মহামারির কারণে স্কুল বন্ধ থাকা, অর্থনৈতিক চাপ, সেবা বিঘ্নিত হওয়া, গর্ভাবস্থা এবং বাবা-মায়ের মৃত্যুজনিত ঘটনাগুলো মেয়েদের বাল্যবিয়ের ক্রমবর্ধমান ঝুঁকিতে ঠেলে দিচ্ছে।
ইউনিসেফ