হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে দেশের হয়ে আর আন্তর্জাতিক কোনো ক্রিকেট খেলবেন
না বলে জানিয়ে দেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। আকস্মাৎ তার এ সিদ্ধান্তে নড়েচড়ে
বসেছে বিবিসি। সারাদেশ জুড়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি চান
তামিম তার এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নিক।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান তামিম দলের হয়ে আরো কিছুদিন খেলুক।
তামিমের এ সিদ্ধান্তের পর তাকে সস্ত্রীক গণভবনে ডেকেছেন তিনি। তামিমের সাথে মাশরাফি
ও বিসিবি সভাপতিও থাকবেন।
এদিকে গেল রাতে নিজেদের মধ্যে বৈঠক শেষে বিসিবিপ্রধান জানিয়েছেন, তারা তামিমের
ফেরার অপেক্ষায় আছেন। অন্তত এশিয়া কাপ ও বিশ্বকাপে তামিমকে অধিনায়ক হিসেবে চায় বিসিবি।
নাজমুল হাসান বলেছেন, ‘আমাদের জন্য একেবারেই অপ্রত্যাশিত। খুব অবাক হয়েছি,
অপ্রত্যাশিত ছিল। ম্যাচের তিনদিন আগেই তামিমের সঙ্গে কথা হয়েছে। গতকাল ম্যাচ শুরুর
আগেও কথা হয়েছে। আমার পক্ষে বোঝার কোনো উপায় ছিল না যে এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে।'
এরপর পাপন বলেন, 'আমরা চাই তামিম সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক। সে
আমাদের কাছে কোনো রিজাইন লেটার পাঠায়নি। আমরা চাই সে ফিরে আসুক। আপাতত নতুন কিছু নিয়ে
ভাবছি না। ওয়ানডেতে সহ-অধিনায়ক আছে। অধিনায়ক না থাকলে সহ-অধিনায়ক যিনি তিনি দেখবেন।
তবে আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য তামিমকে চাই।'
বিসিবিপ্রধান আরও বলেন, 'সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ। এবারেই আমরা প্রথম
সবাই একসঙ্গে বিশ্বাস করতে শুরু করেছি, বাংলাদেশ ভালো কিছু করবে। এই পরিস্থিতিতে তামিমের
সিদ্ধান্ত পুরো দলে বাজে প্রভাব ফেলা শুরু করেছে ইতোমধ্যে। আমার ধারণা এটা একটা ইমোশনাল
সিদ্ধান্ত হয়েছে। যদিও সে বলেছে, এটা একদিনের সিদ্ধান্ত নয়। সবার সঙ্গে আলোচনা করেই
সিদ্ধান্ত নিয়েছে। কিছু একটা ফ্যাক্টর তো আছে। তামিম এখনও দলে গুরুত্বপূর্ণ এবং ওকে
আমাদের দরকার। আমাদের কাছে এখনও ক্যাপ্টেন তামিম ইকবাল।'