পাবনার চাটমোহরে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে পাওয়ার টিলারের সংঘর্ষে সহোদর দুই ভাইয়ের মধ্যে একজন নিহত ও অপরজন আহত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী-ঢাকা রেলপথের প্রভাকরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহত দু’জনের পরিচয় হচ্ছে- একই জেলার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের হাসানুল ইসলামের ছেলে আব্দুল করিম ও লিখন আলী। লিখন আলী পাওয়ার টিলারের চালক ও আব্দুল করিম বালু ব্যবসায়ী ছিলেন।
আব্দুল করিম মারা গেছেন। লিখন আলীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তাদের পাওয়ার টিলারের সংঘর্ষ হয়। স্থানীয় পাথাইলহাট এলাকায় বালু সরবরাহ করছিলেন তারা। পাথাইলহাট থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। রেলক্রসিংটা অরক্ষিত বলে জানিয়েছেন চাটমোহর স্টেশন মাস্টার।
এদিকে দুর্ঘটনায় গুরুত্বর আহত তাদের দু’জনকে তড়িঘরি করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডাক্তার আ. করিমকে মৃত ঘোষণা করেন। লিখনকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি/সি/এমকে