ঢাকায় ছয়টি মেট্রোরেল হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৩

রাজধানী ঢাকার অভ্যন্তরে মোট ছয়টি মেট্রোরেল যুক্ত হবে। ২০৩০ সালের মধ্যে এর কাজ  সম্পন্ন হবে।

শুক্রবার ( জুলাই) সাংবাদিকদের বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করে সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী জানান, সামনে অক্টোবরের শেষে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এ রেল।

ওবায়দুল কাদের বলেন, সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর