মন্তব্য
রোববার রাতে নিজের ফেসবুক পেজ থেকে প্রথমবার লাইভে আসেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটি টেলিভিশন অনুষ্ঠানের চিত্রধারণ শেষে লাইভে আসেন তিনি।
এ সময় অপু বিশ্বাস বলেন, ‘আমি দর্শকদের সঙ্গে সবসময় থাকতে চাই। ভক্ত-দর্শকদের জন্য মাঝে মধ্যে লাইভে আসব। প্রতি মাসে দুইবার করে আমার পেজ থেকে লাইভে আসব।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘আমার পরিবার মূলত দর্শক আর আমার ছেলেকে নিয়ে। ফলে দর্শকদের নিয়ে সবসময় আমার ভাবনা কাজ করে।’