মন্তব্য
আইভরি কোস্টে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
শুক্রবার সর্বশেষ গণনা করা নিহতের সংখ্যা এ ছিল বলে জানিয়েছেন সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক
ব্রিগেড জিএসপিএম। খবর এএফপির।
জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপপ্রধান অ্যানিসেট বাহ বলেন, ‘আইভরি কোস্টের
বৃহত্তম নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে আমরা ১০ জনের মৃত্যুর
খবর পেয়েছি। এদের মধ্যে ইয়োপোগনে ৯ জন এবং কোকোডি-আংরে জেলায় একজন মারা যায়।’
অ্যানিসেট বাহ আরও বলেন, শিল্পাঞ্চল ইয়োপোগনে
বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৩টায় দিকে প্রথম ভূমিধস হয়। এতে চারজন নিহত ও
একজন আহত হয়। একই এলাকায় পৃথক ভূমিধসে সাতজন আহত এবং এক শিশুসহ আরও চারজন নিহত হয় বলেও
জানিয়েছেন তিনি।
আরআই