ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নেরে সদস্যপদ পাওয়াসহ বিভিন্ন ইস্যুতে দেশটিতে সামরিক
অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। আর শুরু থেকেই ইউক্রেনকে সমর্থন ও সবধরনের সাহায্য করে
আসছে আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় এবার দেশটিকে প্রথমবারের মতো
ইউক্রেনকে ক্লাস্টার বোমা (গুচ্ছ যুদ্ধাস্ত্র) সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ অস্ত্র জনবহুল কোনো এলাকায় ব্যবহার
করা হবে না বলে আশ্বাস দিয়েছে ইউক্রেন এবং এ ছাড়া এ অস্ত্র ব্যবহারের ফলে বেসামরিক
কোনো মানুষের ক্ষতি হবে না বলেও জানিয়েছে দেশটি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “এ অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত
‘খুব কঠিন’ ছিল, কিন্তু ইউক্রেনের বাহিনীর ‘গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে’। হয় তাদের কাছে
এখন রাশিয়ানদের থামানোর জন্য অস্ত্র থাকতে হবে, নয়তো এ এলাকায় ইউক্রেনকে তাদের অভিযান
থেকে বিরত থাকতে হবে। আমি মনে করি, তাদের এ অস্ত্রের প্রয়োজন ছিল।”
এটি প্রচলিত যুদ্ধাস্ত্র বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষা
সক্ষমতার এ সম্প্রসারণ, আমাদের ভূমি দখলমুক্ত করতে এবং শান্তিকে আরও কাছাকাছি আনতে
একটি নতুন উপাদান হিসেবে কাজ করবে।’
আরআই