শনাক্ত বেড়েছে ২২২ শতাংশ

১৭ জানুয়ারী ২০২২

চলতি জানুয়ারি মাসের শুরু থেকেই দেশে লাফিয়ে বাড়ছে করোনা রোগী, দিন পর হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ বদলে যাচ্ছে আগের চিত্র। এক সপ্তাহের ব্যবধানে শনাক্ত বেড়েছে ২২২ শতাংশ। এ অবস্থায় সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।  সংক্রমণ বৃদ্ধির এ হার জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি তাদের বুলেটিনে জানানো হয় রোববার, কথা বলেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

ডা. নাজমুল ইসলাম জানান, গত নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্তও সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। সেখান থেকে ক্রমাগত বাড়তে শুরু করে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, জানুয়ারিতে এসে আগের চিত্র অনেকটাই বদলে গেছে।

তিনি জানান, বিস্তারে এখনও ডেল্টা ধরণের প্রাধান্যই আছে দেশে। নতুন করে ঘটছে করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ। তবে ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে- এমন ধারণা বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ দিয়ে এখনও নিশ্চিত নয়। ডেল্টা যেমন করোনার প্রথম ধরণকে সরিয়ে জায়গা করে নিয়েছে, তেমনি ডেল্টাকে সরিয়ে ওমিক্রন ধীরে ধীরে জায়গা করে নিতে পারে।

করোনা থেকে সুরক্ষিত থাকা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র আরও জানান,  স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি করোনা প্রতিরোধী টিকা গ্রহণের হার বাড়াতে হবে। এখনও নিবন্ধন অনযায়ী মানুষ টিকা নিচ্ছেন না, তাই টিকা নেওয়ার আগ্রহের জায়গা বাড়াতে হবে। এক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, ওমিক্রনে ক্ষয়-ক্ষতি কম হয়, ফুসফুস কম আক্রান্ত হয়— এমন ভেবে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। ডেল্টার সময় যতটা স্বাস্থ্যবিধি মেনে চলেছি, এখনও সেভাবেই চলতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর