পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতা, নিহত অন্তত ২৬

রবিউল ইসলাম
০৮ জুলাই ২০২৩

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিজেপি, তৃণমূলসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ রয়েছেন। হাজরেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। হতাহতের সংখ্যা আরো বাড়গেত পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আজ শনিবার সকাল থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৫টয় শেষ হবে ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা চলছে রাজ্যটির বিভিন্ন অঞ্চলে।

 

এবারের নির্বাচনে রাজ্যটির ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে প্রার্থীরা লড়ছেন। এসব নির্বাচনী অঞ্চলে ৫ কোটি ৬৭ লাখের বেশি ভোটার ভোট প্রদান করবেন। ১১ জুলাই নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।

 

 

রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতার কারণে রাজ্য নির্বাচন কমিশন চাপের মুখে পড়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর