দেশের নয় জেলায় ঝড় হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।
শনিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সব নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
জেলা ৯টি হচ্ছে যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু এখন দেশের ওপর মোটামুটি সক্রিয়। এটা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে।
এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা আছে দেশের কোথাও কোথাও।
তাপমাত্রা সারা দেশে দিনে সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিডি/এন/এমকে