বাংলাদেশের অধিনায়কের জন্য যে উপহার রেখে গেলেন মার্টিনেজ

রবিউল ইসলাম
০৮ জুলাই ২০২৩

প্রায় অর্ধদিনের সফরে ঢাকায় পা রাখেন আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। অল্প সময়ের জন্য হলেও নিজ ইচ্ছায় বাংলাদেশে আসেন এ তারকা। এ সময় বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কারো সাথে দেখা করতে পারেননি তিনি। কারণ সাফ টুর্নামেন্ট খেলে তখনও দেশে ফেরেনি জামাল ভুঁইয়ারা।

 

তবে মার্টিনেজ যখন কোলকাতার উদ্দেশ্যে বিমানে চড়তে যাবেন, কাকতালীয়ভাবে বাংলাদেশ ফুটবল দলও তখন সেখানেই। সাফ শেষ করে দেশে ফিরছিলেন জামাল-জিকোরা।

 

মার্টিনেজ বিমানবন্দরে জেনে দেখা করার ইচ্ছা হয় জামাল ভূঁইয়ার। তবে চেষ্টা করেও আর্জেন্টাইন গোলরক্ষকের দেখা পাননি বাংলাদেশ অধিনায়ক। এ ঘটনা দেশের বিভিন্ন গণমাধ্যমে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় বয়ে যায়। মার্টিনেজও বিষয়টা জানতে পারেন কলকাতা যাওয়ার পর। জেনেছেন ঢাকা ও কলকাতা শহরের উদ্যোক্তা শতদ্রু দত্তর কাছ থেকে।

 

ঢাকা ছাড়ার পর কলকাতায় আরও দুইদিন ছিলেন মার্টিনেজ। এসময় জামালের জন্য একটি অটোগ্রাফ দেয়া জার্সি রেখে যান তিনি। সেখানে লেখা ছিল, 'চিয়ার্স জামাল।' নিজের ইন্সটাগ্রামে মার্টিনেজের জার্সি রেখে যাওয়ার সংবাদ শেয়ার করেছেন জামাল ভূঁইয়া নিজেই। বাংলাদেশ অধিনায়ক অবশ্য জার্সিটি এখনও হাতে পাননি।

 

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে ঝটিকা সফর শেষ করেন এমি। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফির সাথেও দেখা করেন তিনি। এসময় মাশরাফির ছেলে-মেয়ের সাথে ভালো সময় কাটান তিনি।

 


মন্তব্য
জেলার খবর