এবার ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, নৌ ও রেলপথে যানবাহন দুর্ঘটনায় ৩৪০ জন নিহত ও ৫৬৯ জন আহত হয়েছে। দুর্ঘটনা ঘটেছে মোট ৩১২টি।
শনিবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। গণমাধ্যমে আসা খবরের ভিত্তিতে এ খতিয়ান পেয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১২টি দুর্ঘটনার মধ্যে ২৭৭টি ঘটেছে সড়ক ও মহাসড়কে । এতে ২৯৯ জন নিহত আর ৫৪৪ জন আহত হয়েছেন। রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ১০ জন আহত, নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, ১৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার সব খবর গণমাধ্যমে না আসায় হতাহতের প্রকৃত চিত্র বেশি বলেও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াসহ নানা কারণে ৩০ থেকে ৩৫ শতাংশ মানুষ কম যাতায়াত করছে এবার। উত্তরাঞ্চলের পথে যানজটের ভোগান্তির পাশাপাশি কিছু রুটে বাড়তি ভাড়া আদায় করা হলেও বরাবরের মতো দর্শক ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিডি/এন/এমকে