মন্তব্য
আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হতে আপত্তি নেই বাংলাদেশের। জোটটি থেকে এ বিষয়ে আমন্ত্রণ জানালে সদস্য হবে। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (৮ জুলাই) ডিক্যাব আলোচনায় এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরইমধ্যে ব্রিকসের ব্যাংকে জয়েন করেছে বাংলাদেশ। অনেক রিসোর্স, বিনিয়োগ দরকার। এটি আরেকটি বিকল্প হতে পারে।
বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার পাল্টাপাল্টি বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি তাদের বক্তব্য। এ নিয়ে কিছু বলার নেই।
বিডি/এন/এমকে