মশক নিধন অভিযান শুরু, প্রায় ১৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২৩

প্রাণঘাতি রোগ ডেঙ্গু প্রতিরোধে রাজধানী ঢাকার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশক নিধন অভিযান শুরু হয়েছে। বাসা-বাড়িতে ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রথম দিনে মোট ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি মামলা ঢুকে দেওয়া হয়েছে ১৭টি।

শনিবার (০৮ জুলাই) গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। এদিকে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঝটিকা সফরের মাধ্যমে মাসব্যাপী এ ক্রাশ প্রোগ্রামের খোঁজ নেন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর