মন্তব্য
প্রাণঘাতি রোগ ডেঙ্গু প্রতিরোধে রাজধানী ঢাকার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশক নিধন অভিযান শুরু হয়েছে। বাসা-বাড়িতে ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রথম দিনে মোট ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি মামলা ঢুকে দেওয়া হয়েছে ১৭টি।
শনিবার (০৮ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। এদিকে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঝটিকা সফরের মাধ্যমে মাসব্যাপী এ ক্রাশ প্রোগ্রামের খোঁজ নেন।
বিডি/এন/এমকে