মন্তব্য
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বসার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার নবম আসর। এরই
মধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজ। এরই অংশ হিসেবে আসন্ন আসরে ফরচুন বরিশাল
ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালকে আইকন প্লেয়ার হিসেবে দলে ভিড়িয়েছে।
এক ভিডিও বার্তায় শনিবার বিষয়টি জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর
রহমান।
ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ধন্যবাদ তামিমকে ফরচুন বরিশালে আবার যোগ দেওয়ার
জন্য। তিনি আমাদের পুরোনো পরীক্ষিত বন্ধু। আমি আশাকরি ২০২৪ সালে আমরা ভালো একটা দল
গঠন করতে পারবো। তামিম তার নেতৃত্ব দেবেন। ’
গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তামিম। খুলনায় খেললেও নেতৃত্ব দেননি
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান।
আরআই