ঋণ করতে করতে এ দেশের প্রত্যেকটা মানুষকে সরকার ঋণগ্রস্থ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সাপ্লাইয়ার্সে ক্রেডিটের নামে ঋণ নিয়ে দেশকে ফতুর করে ফেলেছে তারা। এরপরেও বড় বড় গলায় কথা বলে তারা।
শনিবার (৮ জুলাই) ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। রাজধানী ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভা হয়। চোরের গলায় জোর বেশি- বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল।
আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, তাদের প্রত্যেকটা লোকের চেহারা বদলে গেছে। ভালো একটা ঘরের জায়গা পাঁচ তলা বাড়ি, সাইকেলের জায়গায় দামি দামি গাড়ি এখন তাদের। বিলাসিতার শেষ নেই। অথচ বঞ্চিত হতে হতে নিচে নেমে গেছে সাধারণ মানুষের অবস্থা।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে এ নির্বাচন হতে হবে। সাংবিধানিকভাবেই এ সরকার অবৈধ। তাই তাদের অধীনে নির্বাচন করার কোনো অধিকার এ সরকারের নেই।
সভায় এনপিপির চেয়ারপারসন ফরিদুজ্জামান ফরহাদ সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাগপার খন্দকার লুতফর রহমান, সাম্যবাদী দলের সৈয়দ নজরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী প্রমুখ।
বিডি/আর/এমকে