ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের পার্নামবুকো প্রদেশে ভবন ধসের ঘটনায় ১৪ জন
মৃত্যুবরণ করেছেন। শুক্রবার পার্নামবুকো প্রদেশের রাজধানী রেসিফের পাশের এলাকা জাঙ্গায়
এ ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ভবস ধসের ঘটনায় নিহতদের মধ্যে ৫, ৮ ও ১৬ বছর বয়সী শিশুও রয়েছে। এখন পর্যন্ত
ঘটনাস্থল থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ছয়জন বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও পাবলিক সেফটি গ্রুপের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান
এখনও অব্যাহত রেখেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা সামাজিক মাধ্যম এক টুইটার বার্তায় শোক
প্রকাশ করেছেন। শোক প্রকাশকরে ওই টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘প্রাদেশিক সরকার দরিদ্র
পরিবারগুলোতে আর্থিক সহায়তা প্রদান করবে।’
আরআই