বাংলাদেশের পাশাপাশি ওপারে বাংলায়ও বেশ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
শুরু থেকে তার কাজ আর গ্ল্যামার দিয়ে জয় করে নিয়েছেন সবার মন।
এবার ঈদে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে এবারে ঈদে মুক্তি পাওয়া
রায়হান রাফীর আলোচিত ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ গানে পারফর্ম
করেছেন। আর এবারই প্রথম অন্য কোনো সিনেমায় আইটেম গার্ল হিসেবে তাকে দেখা গেছে।
এ বিষয়ে তিনি বলেন, ‘গানটি করার আগে আমার মধ্যে যে চিন্তা ঘুরছিল সেটা হলো,
দিন শেষে আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করি। আমার জন্য যদি ৫০ জন দর্শক
হলে যায়, তাহলে কিন্তু বাংলা সিনেমার লাভ। যারা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস হারিয়ে
ফেলেছেন, তাদের হলে ফেরানোই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’
‘আইটেম গার্ল’ শব্দে শিল্পীরা লিঙ্গ বৈষম্যের শিকার হন বলে অভিযোগ করে ফারিয়া
আরও বলেন, “প্রত্যেক শিল্পীই একেকজন পারফরমার। অথচ ‘আইটেম গার্ল’ শব্দ জুড়ে দিয়ে মেয়েদের
বিশেষায়িত করা হয়। আমার মনে হয়, এ সময়ে এসে আমরা কাউকে ‘আইটেম গার্ল’ বলতে পারি না।
এ ধরনের গানে কিন্তু ছেলেদেরও দেখা যায়। তাদের তো কেউ ‘আইটেম বয়’ বলে না। তাহলে মেয়েদের
ক্ষেত্রে কেন বলা হবে?’