‘বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র’

রবিউল ইসলাম
০৯ জুলাই ২০২৩

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র নগ্ন হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করা হয়েছে ইরানের একটি গণমাধ্যমে

বাংলাদেশে জাতীয় নির্বাচন আসন্ন। ছোট এ দেশটির নির্বাচন নিয়ে বিশ্ব দরবারেও আলোচনা কম হচ্ছে না। থেমে নেই পশ্চিমা দেশগুলো। যারা ভোট কারচুপি করবে, তারা আমেরিকার ভিসা পাবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি।

 



বাংলাদেশের নির্বাচনের এ ধরনের নাক গলানোকে ভালোভাবে দেখছে না ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি আমেরিকার কঠোর সমালোচনা করেছে। চ্যানেলটির অভিযোগ, যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ করছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করতে উঠেপড়ে লেগেছে দেশটি।

 

এছাড়া নির্বাচন নিয়ে মার্কিন কর্মকর্তাদের এ তৎপরতার নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া।

 

শুক্রবার (৭ জুলাই) ‘ইউএস মেডেলিং ইন বাংলাদেশ তথা 'বাংলাদেশে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র' শীর্ষক প্রতিবেদনের শুরুতেই উপস্থাপক বলেন, ‘তথাকথিত গণতন্ত্রের নামে নিজের স্বার্থে বিশ্বের দেশে দেশে সরকার পরিবর্তনের ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রের।

 

 

এ গণমাধ্যমটি আরো জানায়, ‘‘এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (যুক্তরাষ্ট্র) গণতন্ত্র হরণের চেষ্টা করছে। (তারা) এমন একটি সরকার আনতে চাইছে, যাদের গণতান্ত্রিক ভিত্তি নেই। এমনটি করা হলে তা হবে অগণতান্ত্রিক।

 

গণমাধ্যমটি র‌্যাবের বিরুদ্ধে করা নিষেধাজ্ঞারও সমালোচনা করেন। বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ২০২১ সালে আধাসামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এর ছয় শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

 

এ সময় সম্প্রতি বাংলাদেশের জন্য আরোপিত যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির বিষয়টিরও নিন্দা করা হয়।

 

প্রতিবেদনে বলা হয়, কিউবা, হাওয়াইসহ বেশকিছু ক্যারিবীয় দেশের সরকার উৎখাতের ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রে দেশটি তার গোয়েন্দা সংস্থা সিআইএ'র সহায়তা নেয়। অন্য দেশের উপর যুক্তরাষ্ট্রের এসব হস্তক্ষেপের নেপথ্যে বিভিন্ন বিষয় কাজ করে। দেশটি বিশ্বজুড়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার রক্ষার নামে এসব করে থাকে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর