ভারত-বাংলাদেশ সিরিজ, টস জিতে লড়ছে মেয়েরা

রবিউল ইসলাম
০৯ জুলাই ২০২৩

১১ বছর শের-ই-বাংলায় বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে । তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়েছে। ১১ বছর পর হোম অব ক্রিকেটে ম্যাচ খেলতে নেমেছে নিগার সুলতানারা। ভারত র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও ঘরের মাঠে ইতিবাচক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। দুই ওভার শেষে নারীদের সংগ্রহ ৭। কোনো উইকেট খোয়ায়নি নিগার সুলতানারা।

 

হোম অব ক্রিকেটে বরাবরই ফেভারিট বাংলাদেশ। সিরিজের আগে এ স্টেডিয়ামের করিডোরে নিগার সুলতানা-হারমান প্রীতরা ফটোসেশন করেছেন টি-টোয়েন্টি ট্রফি হাতে।

 

ভারতকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। তবে সেই দলের সাথে বর্তমান টাইগ্রেস দলের পার্থক্যটা বেশ। ২০২৪ বিশ্বকাপ পরিকল্পনায় সিনিয়রদের রেখে তারুণ্যে আস্থা স্বাগতিকদের। নিজেদের বোলিং আক্রমণকে এগিয়ে রাখছেন অধিনায়ক।

 

ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিগার সুলতানা বলেন, ‘হোম ক্রাউডের সামনে খেলব। এটার একটা পজিটিভ সাইড তো থাকবে। আমাদের ভালো প্রস্তুতিও আছে। আর আমাদের ব্যাটাররা সব সময় স্ট্রাগল করে থাকেন, সেটা নিয়ে কথা বলেছি, কাজ করেছি। ম্যাচে সেটা দিতে পারলে ভালো হয়।

আরআই


মন্তব্য
জেলার খবর