১০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সির ছবি প্রকাশ

০৯ মার্চ ২০২১

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি পৃথিবী থেকে ১০ কোটি আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সির ছবি প্রকাশ করেছে।  যেখানে নীলচে আলোয় মোড়া প্রচুর গ্রহ ও তারার সমাহার দেখা যাচ্ছে।

হাবল টেলিস্কোপের মাধ্যমে এই অপূর্ব ছবি তুলে ধরে নাসা। সোমবার নাসা তাদের অফিশিয়াল টুইটারে নতুন এই ছবি প্রকাশ করে। যার নাম দেয় এনজিসি-২৩৩৬।


মন্তব্য
জেলার খবর