সম্প্রতি দেশে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। বিশেষ করে রাজধানীতে এর প্রকোপ
অনেক বেশি। বর্ষাকালেই এ রোগ অতিমাত্রায় বেড়ে যায়। তাই এ রোগ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ
নেওয়া উচিত।
তবে ডেঙ্গু আক্রন্ত হলে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। চলুন তাহলে জেনে
নেই ডেঙ্গু হলে করণীয় সর্ম্পকে-
১. বাড়িতে ডেঙ্গু রোগীকে পরিপূর্ণ বিশ্রামে রাখুন।
২. ডেঙ্গুতে আক্রান্তদের তরলজাতীয় খাবার যেমন-ডাবের পানি, লেবুর শরবত, ফলের
জুস এবং খাবার স্যালাইন খেতে দিন।
৩. ডেঙ্গু জ্বরে নাপা/প্যারাসিটামল খাওয়ান। তবে লিভার, হার্ট এবং কিডনি
সংক্রান্ত জটিলতা থাকলে নাপা খাওয়ানোর আগেও চিকিৎসকের পরামর্শ নিন।
৪, ডেঙ্গু জ্বরে শরীরে ব্যথা অনুভব হলে সেক্ষেত্রে অ্যাসপিরিন, ক্লোফেনাক,
আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাওয়াবেন না। চিকিৎসকদের মতে, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের এমন
ওষুধ গ্রহণে রক্তক্ষরণের শঙ্কা থাকে।