সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী পলক
সরকারের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে থাকা জন্ম ও মৃত্যুনিবন্ধন সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে। এ তথ্য দিয়ে একজন নাগরিককে সহজেই শনাক্ত করা যাবে। এতে বাড়তে পারে প্রতারণা ও অপরাধের ঝুঁকি।
রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে থাকা তথ্য ফাঁস সংক্রান্ত বিষয়ে রোববার (৯ জুলাই) সাংবাদিকদের ইঙ্গিত দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী পলক। হ্যাক নয়, কারিগরি ত্রুটির কারণেই ওই ওয়েবসাইট থেকে তথ্য দেখা যাচ্ছিল বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকারিভাবে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করা ২৯টি প্রতিষ্ঠানের তালিকা থেকে ২৭ নম্বর প্রতিষ্ঠানটি এ পরিস্থিতির মধ্যে পড়েছে। ২৭ নম্বর প্রতিষ্ঠান হচ্ছে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় (জন্ম ও মৃত্যুনিবন্ধন)। নাম, ঠিকানা, পিতা-মাতার পরিচয় সংক্রান্ত সব তথ্য নিয়েই জন্মনিবন্ধন।
প্রতিমন্ত্রী পলকবলন, সাইবার ক্রিমিনালরা তথ্য নিয়ে গেছে- এর প্রমাণ এখনও পাওয়া যায়নি। এ ওয়েবসাইটে কারিগরি দুর্বলতা ছিল। ফলে তথ্যটা খুব সহজেই দেখা যাচ্ছিল।
বিডি/এন/এমকে