উত্তেজনার মধ্যে লাদাখে ভারতীয় সেনাদের সামরিক মহড়া

International
০৯ জুলাই ২০২৩

উত্তেজনার মধ্যে লাদাখে ভারতীয় সেনাদের সামরিক মহড়া

চীনের সাথে সীমান্ত নিয়ে ভারতের বিবাদ বহু দিনের। উত্তেজনার মধ্যে এবার লাদাখের বিতর্কিত অঞ্চলে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করেছে দেশটি। শনিবার সিন্ধু নদের পাড়ে এ মহড়া চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

 

সর্বশেষ ২০২০ সালের পর এতো বড় সামরিক মহড়ার আয়োজন করল ভারত। এ মহড়ায় রাশিয়ার তৈরি টি-৯০ ও টি-৭২ ট্যাংকসহ অত্যাধুনিক সব সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে।

 

লাদাখে চীনের সাথে ভারতের বিবাদ নতুন কথা নয়। ২০২০ সালে চীনা সীমান্ত প্রহরীদের সাথে দফায় দফায় যুদ্ধ হয়। সে সময় ভারতের ২০ সেনা নিহত বলে জানিয়েছিল ভারত। তবে চীনের হতাহতের বিষয়ে কিছু জানায়নি দেশটি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর