তিস্তায় নৌকাডুবি, নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
০৯ জুলাই ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ  ৩ জনের মধ্যে ১ জনের লাশ উদ্ধার হয়েছে। বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মী রংপুরের ডুবুরি দল অভিযান পরিচালনা করছে।

রোববার সকাল আটটার দিকে সিঙ্গিমারী ইউনিয়নের তিস্তা ধুবনী এলাকায় দুর্ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার করা ব্যক্তির নাম শফিকুল  ইসলাম (৪৮)। একই উপজেলার দক্ষিণ গড্ডিমরা এলাকার মৃত খাদু শেখের ছেলে। নিখোঁজ রয়েছেন- দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৫৯), মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০)। তারা সবাই শ্রমিক। দুর্ঘটনার ৭ ঘণ্টা পর শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শী মিলনসহ স্থানীয়রা জানান, ১৩ জন কৃষি শ্রমিক নদী পাড় হয়ে চরে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা ইঞ্জিন বিকল হয়। পরে তিস্তার প্রবল স্রোতে নৌকা উল্টে যায়। এ সময় ১০জন সাঁতরে পাড়ে পৌঁছতে পারলেও ৩জন নিখোঁজ হয়। আমন ধানের চারা রোপন করতে যাচ্ছিলেন তারা।

 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনির হোসেন বলেন, রংপুর থেকে আসা ডুবুরি দলের সঙ্গে তাদের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

বিডি/মিজান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর