চীনে হাজার বছর আগের সমাধির সন্ধান

রবিউল ইসলাম
০৯ জুলাই ২০২৩

হাজার বছর পূর্বের সমাধির সন্ধান পেয়েছেন চীনে প্রত্নতাত্ত্বিকরা। দেশটির পূর্ব চীনের শানডং এ সমাধি পাওয়া গেছে। সর্বমোট ৮৮টি কবর উদ্ধার করেছে তারা। এর মধ্যে ৩৪টি সমাধি হাজার বছরের পুরোনো। ইয়ানতাই মিউনিসিপ্যাল ​​জাদুঘর বিষয়টি নিশ্চিত করেছে। চীনের রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ খবর জানানো হয়েছে।

 

ইয়ানতাই মিউনিসিপ্যাল ​​মিউজিয়ামের সান ঝাওফেং এ সমাধি খননে নেতৃত্ব দেন। তাং রাজবংশ (৬১৮-৯০৭) থেকে শেষ কিং রাজবংশের (১৬৪৪-১৯১১) সমাধিগুলো পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

 

তাং ও সং রাজবংশের সময় পৃথিবীতে গুহা-সমাধির বেশ প্রচলন ছিল জানিয়ে ঝাওফেং বলেন, ‘প্রায় ১ মিটার দৈর্ঘ্য এবং ০.৮ মিটার প্রস্থের সমাধির মুখটি দক্ষিণ দিকে অবস্থিত। আর গুহার মুখ উত্তর দিকে অবস্থিত। সমাধির ছাদটি দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত একটি ঢালু ফাঁপা খিলানের আকারে তৈরি।’

 

আগের যুগে ইয়ানতাইতে গুহার ভেতরে সমাধির সংখ্যা খুব কম ছিল। সাম্প্রতিক সময়ে এ খননের মধ্য দিয়ে যে কটি সমাধি পাওয়া গেছে, সেগুলোর মধ্যে সমাধির গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা গেছে বলে জানান তিনি।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর