দেশের ৫৭টি জেলায় প্রাণঘাতি রোগ ডেঙ্গু ছড়িয়ে গেছে। সামনে আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। ইতোমধ্যে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার মানুষ। ৬৭ ডেঙ্গু রোগী মারা গেছেন।
রোববার (৯ জুলাই) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রায় আড়াই হাজার ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা নিয়ে ফিরেছেন ৯ হাজারের অধিক রোগী।
মশা বেশি থাকার কারণে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় পানি আটকে থাকায় মশা বেশি জন্ম নিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের একমাত্র পথ হচ্ছে মশার বিস্তার রোধ।
ডেঙ্গু মোকাবেলায় তার মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী জাহিদ মালেক বলেন, শুধু সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবে না। জনগণকে কেউ এগিয়ে আসতে হবে। নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কারসহ মশার জন্ম নেওয়ার স্থানে স্প্রে করে লার্ভাগুলোকে ধ্বংস করতে হবে।
বিডি/এন/এমকে