বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে: জাতিসংঘ

রবিউল ইসলাম
০৯ জুলাই ২০২৩

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে: জাতিসংঘ

দুই বছরেরও বেশি সময় ধরে চিনি, উদ্ভিজ্জ তেল, শস্য ও দুগ্ধজাত পণ্যের দাম কমে যাওয়ায় এ মূল্যসূচক কমেছে

মহামারি করোনার সঙ্কট কাটতে না কাটতেই ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে বসে রাশিয়া। এর প্রভাব পড়ে সারাবিশ্বে। বেড়ে যায় খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তবে এ বছরের জুন মাসে খাদ্য পণ্যের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

 

 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই বছরের মধ্যে বিশ্বে খাদ্যদ্রব্যের মূল্যসূচক জুনে সর্বনিম্ন স্তরে নেমেছে। দুই বছরেরও বেশি সময় ধরে চিনি, উদ্ভিজ্জ তেল, শস্য ও দুগ্ধজাত পণ্যের দাম কমে যাওয়ায় এ মূল্যসূচক কমেছে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। মে থেকে জুন মাসে মূল্যসূচক ১২৪ পয়েন্ট থেকে ১২২ দশমিক তিন পয়েন্টে নেমে এসেছে।

 

 

২০২১ সালের এপ্রিল মাসের পর এটিই সর্বনিম্ন বলে জানিয়েছে সংস্থাটি। এ মুহূর্তে মূল্যসূচকটির যে অবস্থান, তা সূচকের সবসময়ের সর্বোচ্চ অবস্থান থেকে ২৩ দশমিক চার শতাংশ নিচে রয়েছে।

 

২০২২-২৩ অর্থবছরে বিশ্বে খাদ্যশস্যের উৎপাদন কম হতে পারে বলেও আশা প্রকাশ করেছে সংস্থাটি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর