রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ৫শ’ শিশুসহ ৯ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি

রবিউল ইসলাম
০৯ জুলাই ২০২৩

হতাহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

দেড় বছর ধরে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগদান এবং ন্যাটের সদস্যপদ গ্রহণ ঠেকাতে মূলত অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে রুশ অভিযানে এ পর্যন্ত ৯ হাজারেরও বেশি বেসামরিক মানুষ মারা গেছেন বলে দাবি করেছে জাতিসংঘ। এদের মধ্যে ৫০০ শিশুও রয়েছে।

 

এতো সময় ধরে যুদ্ধ চললেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন বা এইচআরএমএমইউ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ৫০০ দিনে ৫০০ শিশুসহ ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

 

হতাহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসং

 

এইচআরএমএমইউ-এর ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেছেন, ‘আজ আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক পার করছি। ক্রমান্বয়ে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা বাড়ছেই।’

 

 

পার্সটুডে/আরআই


মন্তব্য
জেলার খবর