দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বলে মনে করছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংলাপ ইস্যূতে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো অবাস্তব কোনো দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না।
রোববার (৯ জুলাই) সাংবাদিকদের কাছে এ কথা বলেন। রাজধানী ঢাকার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইনমন্ত্রী।
রাজনৈতিক সংকট প্রসঙ্গে মন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচনই একমাত্র সমাধান। আরপিও সংশোধন বিষয়ে তিনি জানান, জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার লক্ষ্যেই এটা সংশোধন করা হয়েছে। আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়নি। একটি কেন্দ্রের কারণে পুরো নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক, এটা জনগণের ভোটাধিকারের ওপর হস্তক্ষেপ। তাই সংশোধন করা হয়েছে।
বিডি/আর/এমকে