দাবি না মানলে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৩

৩১ জুলাইয়ের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে জ্বালানি তেল উত্তোলন পরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির ইকোনমিক লাইফ ৫০ বছরসহ দফা দাবি আদায়ে এ ঘোষণা দেন ব্যবসায়ীরা।

রোববার ( জুলাই) খুলনায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। তিন দফার বাকি দাবি হচ্ছেজ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে দশমিক শতাংশ এবং জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশনের বিষয়ে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি এম মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক শেখ মিরাউল ইসলাম, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি/ই/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর