সরকারের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে থাকা জন্ম ও মৃত্যুনিবন্ধন সংক্রান্ত তথ্য ফাঁস নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। এ তথ্য দিয়ে একজন নাগরিককে সহজেই শনাক্ত করার সুযোগ থাকায় বাড়তে পারে প্রতারণা ও অপরাধের ঝুঁকি।
এদিকে ঘটনাটি তদন্ত শেষে এনআইডি সার্ভার ঢেলে সাজানো হবে। একই সঙ্গে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও সংশ্লিষ্ট উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে- এটা কোনো হ্যাক নয়। ওয়েবসাইটটির দুর্বলতার কারণে তথ্যগুলো দেখা যাচ্ছিল।
তদন্ত শেষে সার্ভারটি ঢেলে সাজানো ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন এনআইডির মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর। রোববার (৯ জুলাই) রাজধানী ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
এদিকে এ ঘটনায় জন্ম নিবন্ধন অধিদফতরকে আপাতত তথ্য সরবরাহ বন্ধ রাখবে এনআইডি অনুবিভাগ। জন্ম নিবন্ধন অধিদফতর থেকে তথ্য উন্মুক্ত হয়নি, এটা নিশ্চিত না হওয়ার আগে তারা সেবা পাবে না।
ডিজি বলেন, এনআইডি সার্ভার সুরক্ষিত আছে। যারা এ সার্ভার থেকে সার্ভিস নেন, তাদের কারও কাছ থেকে এটা হতে পারে। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিহ্নিতসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনআইডি সার্ভার থেকে চুক্তির মাধ্যমে ১৭১টি সংস্থা তথ্য নেয়। আট থেকে ৯টি ক্যাটাগরিতে তাদের তথ্য দেওয়া হয়। তথ্য প্রদানের বিশেষ প্রক্রিয়া এনআইডি অনুবিভাগ নিয়ন্ত্রণ করে। কাজেই পাঁচ কোটি নাগরিকের তথ্য এনআইডির সার্ভার থেকে যায়নি, এটা নিশ্চিত- জানান এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর। ১৭১টি প্রতিষ্ঠানকে সরবরাহ করা তথ্যে নাগরিকদের আঙ্গুলের ছাপ আছে কি না- সে প্রশ্ন এ সময় এড়িয়ে যান এনআইডির ডিজি।
এর আগে সরকারের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের জন্ম ও মৃত্যুনিবন্ধন ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের ইঙ্গিত দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বলেছেন, সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করা ২৯টি প্রতিষ্ঠানের তালিকা থেকে ২৭ নম্বর প্রতিষ্ঠান এ পরিস্থিতির মধ্যে পড়েছে। ২৭ নম্বরে রয়েছে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় (জন্ম ও মৃত্যুনিবন্ধন)।
প্রসঙ্গত, প্রযুক্তিবিষয়ক মার্কিন ওয়েবসাইট টেকক্রাঞ্চ শুক্রবার (৮ জুলাই) জানায়, বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে কয়েক লাখ নাগরিকের নাম-ধামসহ ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় দেশ জুড়ে।
বিডি/এন/এমকে