আয়লান কুর্দির বাবার সঙ্গে পোপের সাক্ষাৎ

০৯ মার্চ ২০২১

২০১৫ সালের সেপ্টেম্বরে তুরস্কের উপকূলে  লাল জামা গায়ে যে তিন বছরের ছোট শিশুর নিথর দেহ উপুড় হয়ে পড়ে ছিল, তার নাম আয়লান কুর্দি। 

ইরাকে সফররত পোপ ফ্রান্সিস সেই শিশুটির বাবা আব্দুল্লাহ কুর্দির সঙ্গে সাক্ষাৎ করেছেন।গত রোববার ইরাকের ইরবিল শহরে আয়লান কুর্দির বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন।

পোপ একজন দোভাষির মাধ্যমে তার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং ভূমধ্যসাগরের পরিবারের সদস্যদের করুণ পরিণতির জন্য গভীর সমবেদনা জানান।


মন্তব্য
জেলার খবর