সরিষা তেলের নানা ব্যবহার

International
১০ জুলাই ২০২৩

বাঙালির রান্নার ক্ষেত্রে প্রথম পছন্দ হলো সরিষার তেল। এর ঝাঁঝের ফলে রান্নায় আসে ভিন্ন স্বাদ। শুধু তাই নয় মাছ ভাজা, নানা রকম ভর্তা, মুড়ি মাখা, আচারে ব্যবহার হয় এ তেল। একই সঙ্গে মালিশের কাজেও দারুণ এ তেল।

 

চলুন তাহলে জেনে নেওয়া যাক এই তেলের নানা ব্যবহার সর্ম্পকে-

 

১. অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদানসমৃদ্ধ এ তেল ত্বকের জন্য খুবই উপকারী। এ তেল ম্যাসাজ করলে ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর হয়।

 

২. পোকামাকড় থেকে রক্ষা পেতে দারুণ উপকারী এ তেল।

 

৩. সরিষার তেলে থাকা ফ্যাটি অ্যাসিড (অলিক ও লিনোলিক অ্যাসিড) চুল গজানোর জন্য দারুণ কার্যকরী। এ তেল চুলের গোড়া মজবুত করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।

 

৪. দাঁতের মাড়ির বিভিন্ন রোগ দূর করতে লবণ ও সরিষার তেলের ব্যবহার অতি প্রাচীন। একই সঙ্গে এ তেল শরীর উষ্ণ রাখতে সাহায্য করে এবং শরীরের ঘাম বের হওয়ার গ্রন্থিগুলো পরিষ্কার ও সচল রাখে। ফলে শরীরের বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়।

 

৫. সরিষার তেল আর হলুদ ব্যবহারে দূর হয় ত্বকের খসখসে ভাব দূর হয় এবং শুষ্ক চামড়া ঝরে পড়ে।


মন্তব্য
জেলার খবর