কিভাবে বুঝবেন অফির বস আপনার ওপর রেগে আছে?

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৩

আমাদের সারাদিনের প্রায় আট ঘণ্টা কাটে আমাদের কর্মস্থলে। আর সেই জায়গার বস যদি আপনার ওপর রেগে থাকে সেক্ষেত্রে আপনার অফিসে কাটানো আট ঘণ্টাই হবে বিষাদময়। তবে কিভাবে বুঝবেন আপনার বস আপনার ওপর রেগে আছে? চলুন তাহলে জেনে নেই সেই উপায়-

 

যখন দেখবেন যে অফিসের কোনো মিটিং বা পার্টিতে আপনার ডাক পড়েনি তখনই বুঝবেন যে বস কোনো কারণে আপনার ওপর রেগে আছেন।

 

বস রেগে থাকলে আপনাকে কোনো কাজের জন্য সরাসরি বলবে না বললেও আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, এমনও হতে পারে যে অন্য কারোর মাধ্যমে আপনাকে কাজের কথা বলবে।

 

যখন দেখবেন প্রয়োজনেও সব আপনার সঙ্গে দেখা করছেন না শুধুমাত্র ই-মেইলে বা ম্যাসাজে যোগাযোগ করছে তখন আপনাকে বুঝতে হবে বস আপনাকে পছন্দ করেন না।

 

সাধারণত একজন বস তার কর্মচারীর সালাম বা শুভ সকালের উত্তর দিয়ে থাকেন। তবে আপনার সালাম বা শুভ সকালের উত্তর যদি না দেয় তাহলে বুঝবেন বস আপনার উপর রেগে আছেন।

 

আপনার বস যদি আপনার কোনো কাজের প্রতিক্রিয়া না দেন, তখন বুঝতে হবে বস আপানর কাজে সন্তুষ্টি নয়।


মন্তব্য
জেলার খবর